বিস্তারিত
ছোটবিঘাই ইউনিয়নের উত্তার পশ্চিম পাশ ঘেষে চলে গেছে এক বিশাল বহমান নদী যার নাম হলো পায়রা নদী আর এ নদির থেকে মাছ ধরে জীবন ধারন করেন ছোটবিঘাই এর হাজার অসহায় মানুষ আর তাদের একমাত্র অবলম্বন হলো এই নদী আর এ নদীতে পাওয়াযায় হাজার রমমের মাছ তার মধ্য রুপালী ইলিশ সব চেয়ে প্রিয় মাছ সবার কাছে।