Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ছোটবিঘাই ইউনিয়ন
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন অত্র জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি সদর উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, খেলার মাঠ এবং সরকারি-বেসরকারি অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে। স্থাপনকাল: ১৯৭৩ সাল 01. উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দুরত্ব: সড়ক পথ: ১৫ কি: মি: 02. আয়তন : ১৪.৪ বর্গ মাইল,২৬.০৪ কি: মি: 03. সীমানা: পঞ্চিমে ও উত্তরে পায়রা নদী, পূর্বে গুয়াবারিয়া নদী, দক্ষিণে বড়বিঘাই খাল, পশ্চিমে কালিকাপুর ও পটুয়াখালি পৌরসভা। 04. চেয়ারম্যানের নাম ও মোবাইল ফোন নং: মোসাঃ শিউলী বেগম,০১৭২৫০০৫৮৩৯ 05. ইউপি সচিবের নাম ও মোবাইল নং- মোঃ ওমর ফারুক, ০১৭১৪৫৯৮০২৭ 06. মৌজার সংখ্যা ও নাম: ৬টি-তুষখালী,ভাজনা,ফুলতলা,মাটিভাংগা,হরতকীবাড়িয়া,, ছোটবিঘাই। 07. গ্রামের সংখ্যা ও নাম: ৯টি- তুষখালী,ভাজনা,ফুলতলা,মাটিভাংগা,হরতকীবাড়িয়া,, ছোটবিঘাই,কাটাখালী,পুর্ব মাটিভাংগা,কুমারখালী। 08. মোট জনসংখ্যা-২২০৯২ জন, পুরুষ- ১১,৫৩২জন, মহিলা- ১০,৫৬০জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) 09. মোট ভোটার সংখ্যা- ১২,৭০৭ জন। 10. মোট জমির পরিমান (একরে): মোট- ৮০১০ একর, এক ফসলী- ২৫৬০ একর, দুফসলী- ৫৪৫০ একর। 11. নলকূপের সংখ্যা: গভীর- ১৪১টি, অগভীর- নাই 12. শিক্ষার হার- ৪০% 13. প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- ৮টি, বেসরকারি- ৭টি, রেজি:/কমিউনিটি- নাই। 14. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- নাই 15. মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- ২টি 16. কলেজের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- ১টি 17. মাদ্রাসার সংখ্যা- আলিয়া- ৬টি, কওমী- ২টি 18. ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ- ৬৫টি, মন্দির- ২১টি, প্যাগোডা- ১টি 19. রাস্তা/সড়কের পরিমান(কিমি)- পাকা- ৫ কিমি, এইচবিবি- ১০কিমি, কাচা- ১২০কিমি 20. মোট খানার সংখ্যা- ৪৬৫৮টি 21. হাটবাজারের সংখ্যা- ০৫টি 22. সাইক্লোন শেল্টারের সংখ্যা- ৩টি 23. আবাসন ও আশ্রয়নের সংখ্যা ও উপকারভোগী পরিবারের সংখ্যা- ২টি ২২০জন 24. জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হার (জুন’০৯ পর্যন্ত)- ৭৬৬৪ জন, ৯৩.৯০% 25. স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হার (জুন/০৯ পর্যন্ত)- ২৩২৯টি, ৫০% 26. সক্ষম দম্পতির সংখ্যা- ৩৯৬০ 27. পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা শতকরা হার- ৩০% 28. ব্যাংকের সংখ্যা- ৪টি-কৃষি ব্যাংক,গ্রামিন ব্যাংক,ব্র্যাক,আশা।